ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে শনিবার সন্ধ্যায় লন্ডনে গিয়ে পৌঁছেছেন। তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করবেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বুধবারই ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শনিবার লন্ডন পৌঁছবেন ভারতের কনিষ্ঠ রাষ্ট্রপতি। যদিও বিদেশমন্ত্রক আগেই রানির মৃত্যুর পর শোকপ্রকাশ করে জানায়, এলিজাবেথের শাসনকালে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে প্রয়াত হন।
তবে শুধু ভারতের রাষ্ট্রপতি নন, এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনের শোকজ্ঞাপন অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধানরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেমন যোগ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে তেমনই রবিবার সন্ধ্যায় তিনি হাজির থাকবেন রাজা তৃতীয় চার্লস কর্তৃক আয়োজিত বিশ্বনেতাদের সংবর্ধনা সভায়। রাষ্ট্রপতি ভবন থেকে টুইট করে ইতিমধ্যে রাষ্ট্রপতির লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সমগ্র ভারত জুড়ে ১১ সেপ্টেম্বর শোক পালন হয়। এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশনে গিয়ে সমবেদনা জানাতে হাজির ছিলেন। রানির শোকজ্ঞাপন অনুষ্ঠানে থাকছে নিরাপত্তার কড়া বন্দোবস্ত। দ্রৌপদী মুর্মু ছাড়াও ওই অনুষ্ঠানে হাজির থাকছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের মতো হাইভোল্টেজ নেতারা। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের হত্যার পর নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হতে চাইছে ব্রিটেন প্রশাসন।’