একুশে জুলাই শহীদ দিবস অনুষ্ঠানকে ঘিরে ইংরেজবাজার ব্লক তৃণমূল নেতৃত্বের উদ্যোগে প্রাক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো। সোমবার রাতে মালদা শহরের টাউন হলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, তৃণমূলের শ্রমিক সংগঠন আইনটিইউসির জেলা সভাপতি শুভদীপ স্যানাল সহ অন্যান্যরা।
মালদার ইংরেজবাজার ব্লক থেকে সবথেকে বেশি দলীয় কর্মী সমর্থক এবং নেতাদের যাতে একুশে জুলাই-এর বৈঠকে ধর্মতলায় উপস্থিত হতে পারেন , তা নিয়েও এদিন রুদ্রদার বৈঠক হয়েছে। তবে মালদা থেকে কলকাতায় যাওয়ার ক্ষেত্রে দলীয় কর্মী , সমর্থকেরা কোথায় থাকবেন এবং দিন ও রাতের খাবার কিভাবে সংগ্রহ করবেন তা নিয়েও এদিন আলোচনা সভায় তুলে ধরা হয় । সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে মালদা থেকে কলকাতায় তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবস অনুষ্ঠানে হাজার হাজার কর্মী সমর্থকদের যোগদান করার ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে এদিনের বৈঠকে।
তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানিয়েছেন , দীর্ঘ দুই বছর করোনা সংক্রমণের জেরে শহীদ দিবস অনুষ্ঠান সেভাবে হয় নি। তবে এবারে এই অনুষ্ঠান ধর্মতলায় অনুষ্ঠিত হবে। লাখো মানুষের জমায়েত সেখানে হবে। মালদা থেকেও আমাদের বিপুল সংখ্যক দলের কর্মী, সমর্থকেরা কলকাতায় গিয়ে পৌঁছাবেন। সুষ্ঠুভাবে সেই অনুষ্ঠানে যোগদানের ক্ষেত্রেই এদিন পাক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।