করোনা আবহের মাঝেই শুরু হলো স্কুল খোলার প্রস্তুতি

করোনা মহামারীর তান্ডব চলছে বিগত দেড় বছরের বেশিও সময় ধরে৷ এই পরিস্থিতিতিতে বিগত সময় ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ এবার ধীরে ধীরে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতির৷ স্কুলের বদলে অনলাইনেই শুরু হয়েছে পঠন পাঠন৷ এইভাবে দেশে গত দেড় বছর ধরে কার্যত পুরো শিক্ষণ ব্যবস্থা বন্ধ করে রেখে অনলাইনে পঠনপাঠন চলছে৷ এরই মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ একাধির রাজ্য৷ ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে এই সকল রাজ্যে৷ ৫০ শতাংশ ছাত্র নিয়ে খোলা হবে স্কুল৷ উচ্চশিক্ষার প্রতিষ্ঠান আগামী সেপ্টেম্বর মাস থেকে খোলা হবে৷ এই বছরের শুরুতে কিছু স্কুল খুলেছিল, কিছু উঁচু ক্লাসের পড়ুয়া নিয়ে লেখাপড়া শুরু হয়েছিল৷ ৫০ শতাংশ ছাত্র-ছাত্রী নিয়ে হত ক্লাস৷ কিন্তু ফের করোনা ছড়িয়ে পড়ায় বন্ধ করে দিতে হয় স্কুল৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কেঁপে গিয়েছিল গোটা দেশ৷

যে সব রাজ্য দ্রুত স্কুল খুলতে চলেছে তারমধ্যে পঞ্জাব রয়েছে৷ তারা সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইতিমধ্যেই খুলে গেছে৷ রাজ্য সরকার করোনা বিধি পালনে অসম্ভব জোর দিয়েছে৷ গৃহসচিব সমস্ত জেলা প্রশাসনকে কড়া নির্দেশ পাঠিয়েছে৷ দেওয়া হয়েছে চিঠি৷ স্কুলগুলি খোলা থাকবে এবং করোনা থেকে বাঁচার সব নিয়মবিধি মানতে হবে৷ ছত্তিশগড়েও স্কুলে খুলে গেছে৷ রাজ্য সরকার নিয়ম মেনে স্কুল ও কলেজ খুলেছে৷