ডুয়ার্সের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী পুজো হল কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের কালি পুজো। করোনা পরিস্থিতি কাটিয়ে এবছর জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে পুজোর। এবছর এই পুজোর ১০৬ তম বর্ষ। ১৯১৭ সালে ইউরোপীয়ান সাহেবদের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। এর জন্য একটি কাঠের তৈরি মন্দির ও মাটির প্রতিমা স্থাপন করেছিলেন ইউরোপীয়ান সাহেবরা। পরবর্তীতে স্থানীয় মানুষেরা প্রতিবছর এই পুজো করে আসছেন।
আশপাশের চা বলয়ের শ্রমিক ও জনগণের সহায়তায় পাকা মন্দির ও ২০০২ সালে পাথরের মূর্তি স্থাপন করা হয়। সেই সময় থেকেই মন্দিরে পুজো করে আসছেন মন্দিরের প্রধান পুরোহিত কেদারনাথ বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তার বয়স ৮৭।
তিনি জানান,বছরের অন্য দিন যেমন তেমন, তবে কালীপুজো দিনে আলিপুরদুয়ার জেলা ছাড়াও আশপাশের একাধিক জেলা থেকে দর্শনার্থীরা মন্দিরে পুজো দিতে আসেন।
পুজো কমিটির সভাপতি জীবেশ নষ্কর বলেন, “১৯১৭ সালে যে রীতিতে পুজো হতো সেই রীতি মেনেই আমরা পুজো করে আসছি। করোনার কারনে গত দুবছর পুজোতে দর্শনার্থীদের অনেক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয়েছে, যা এবছর হবে না।”