জলপাইগুড়িতে শুরু হয়ে গেছে চড়ক পূজার প্রস্তুতি

চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ বাংলার নববর্ষের আগের দিন চড়ক পূজা অনুষ্ঠিত হয়। যা মূলত শিবের গাজন উৎসবের অঙ্গ। চড়ক পূজা চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে পালিত হয়। এ পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পুজো,। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা শিদুর মুঠিত লম্বা কাঠের তক্তা রাখা হয়।

যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। এই পুজোর আগে বাড়ি বাড়ি গিয়ে ঢাক বাজিয়ে অর্থ বা চাল ডাল সংগ্রহ করেন ভক্তরা। এবং মূল পুজোর দিনেই এই সমস্ত জিনিসপত্র টাকা পয়সা ব্যবহার করা হয়। আজও গ্রাম বাংলার বিভিন্ন জায়গার মানুষেরা এই পুজো অত্যন্ত ভক্তি সহকারে করে থাকেন আর তাই শহর বা গ্রামের বিভিন্ন জায়গায় এসে এসে এই সমস্ত অর্থ চাল ডাল সংগ্রহ করে এবং মূল পূজার দিন তা কাজে লাগায়।

তবে সেই রীতি অনেকটা কমে গেলোও এখনো শহরের বিভিন্ন জায়গায় ভক্তদের লক্ষ্য করা যায়। যারা মূলত ঢাক নিয়ে এই সমস্ত জিনিসপত্র সংঘ করে থাকেন।