জলপাইগুড়ি:- রাজবাড়ি মনসা মেলা ঘিরে এখন সাজ সাজ রব। আগামী ১৭ই আগস্ট রয়েছে রাজবাড়ীর মনসা পুজো। ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে রাজবাড়ী চত্বরে মেলার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।উল্লেখ্য জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ীর অতি প্রাচীন মনসা পুজো এই বছর ৫১৫ বছরে পদার্পণ করছে।বর্তমানে মন্দিরেই মনসা দেবীর মূর্তি গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে! রঙের কাজ বাকী।
এবছরও পুজোর দিন থেকে মেলা চলবে ২২শে আগস্ট পর্যন্ত। ১৭ থেকে ১৯ তারিখ পর্যন্ত চলবে পুজো।পুজোর দিনগুলিতে এখানে বিষহরি গান একটি বহু প্রাচীন ঐতিহ্য। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই এখানে বিষহরি গানের দল সামিল হন। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মেলায় এই রাজ্যের পাশাপাশি বিহার ও আসাম থেকেও দোকান নিয়েও বহু মানুষ হাজির হন।
রাজ পুরোহিত শিবু ঘোষাল জানালেন, প্রাচীন পরম্পরা মেনেই এখানে দীর্ঘকাল থেকে মনসা পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু হয়েছে। দূরদূরান্ত থেকে দোকানীরা আসতে শুরু করেছে।