শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে

রাত পোহালেই শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন। আর নির্বাচনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে পুলিশ, প্রশাসন থেকে ভোট কর্মীদের মধ্যে। মেয়াদ শেষ হওয়ার দু বছর পর অর্থাৎ সাত বছর পর মহকুমা পরিষদ নির্বাচন হচ্ছে।

রবিবার সকাল থেকে নির্বাচন। শনিবার প্রস্তুতি নিয়ে বেশ ব্যস্ত দেখা গেল ভোট কর্মীদের। এবারের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে মোট ৫ লক্ষ ২৮ হাজার ভোটার রয়েছে। ৬৫৭ টি ভোট গ্রহণ কেন্দ্রে প্রায় পাঁচ হাজার ভোট কর্মী ভোট পরিচালনা করবেন। একটি কেন্দ্রে পাঁচ জন করে ভোট কর্মী থাকবেন।

মোট ১৪৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল। আট থেকে দশ হাজার পুলিশ মোতায়েন করা থাকবে। প্রায় দেড়শোটির বেশি স্পর্শকাতর বুথ রয়েছে। সেসব বুথে সিসি ক্যামেরা, ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হয়েছে।