লিভ-ইনে থাকাকালীন অন্তঃসত্ত্বা, চুক্তি অনুযায়ী সদ্যজাতকে বিক্রি করলেন প্রেমিক ও প্রেমিকা

সঙ্গীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় চুক্তি অনুযায়ী সদ্যজাতকে বিক্রি করলেন মা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। এ ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের পর এবিষয়ে সদ্যজাতের মা জানিয়েছেন, তার সঙ্গীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর তার সঙ্গিকে বিষয়টি জানান। কিন্তু এ সন্তান তার নয় বলে অস্বীকার করে গর্ভপাত করার কথা বলেন তার সঙ্গি। এরপর দুইজনেই একটি চুক্তিপত্র বানিয়ে লেখেন, জন্ম হওয়ার পর বিক্রি করে দেওয়া হবে শিশুটিকে। এবং শিশুটিকে জন্ম দেবার ১৫ দিনের মধ্যেই এই নক্কারজনক ঘটনা ঘটিয়ে লিনা সিং নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করে দেন তারা। এবং অভিযুক্তরা বিক্রির টাকায় একটি ফ্রিজ, একটি এলইডি টেলিভিশন সেট, ওয়াশিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কিনেছেন। যদিও পুলিশ এগুলো জব্দ করেছে। পুলিশ আরও জানিয়েছে, যমজ সন্তান হারিয়ে একজন মধ্যস্থতায় বাচ্চাটি কেনার সিদ্ধান্ত নেন লিনা। এঘটনায় এখনো সবাইকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।