শিশুদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিল ‘প্রয়াস’

দূর্গা পুজোর আর মাত্র কয়েকদিন। এই পুজো উপলক্ষ্যে ২০৫ জন আন্ডারপ্রিভিলেজড মেয়েদের নিজের ইচ্ছে মতো জামাকাপড় কেনার ব্যবস্থা করে ‘প্রয়াস’ নামে একটি সমাজসেবী সংস্থা। ১২০০ টাকার জামাকাপড় ও প্রসাধন সামগ্রী কিনে তাদের প্রত্যেকের মুখে ছিল খুশির হাসি।

‘প্রয়াস’ এর এই প্রচেষ্টাই রয়েছে যে এই আন্ডারপ্রিভিলেজড শিশুরা যেন সমাজে কখনও নিজেদের একা না ভাবে। তাদের শৈশবের স্মৃতি যেন অন্য শিশুর মতো মধুর হয়। প্রয়াসের এই সুন্দর প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে। ‘প্রয়াস’-এর উদ্যোগের শরিক হয়ে আপনিও শিশুর মুখে হাসি ফোটাতে পারেন। বাড়াতে পারেন আপনার মানবিকতার হাত!