দলের সাথেই থাকছেন প্রলয়, জানালেন তিনি

সম্প্রতি এক খবরে শোরগোল পড়েছিলো গোটা রাজ্য রাজনীতিতে। তবে একই রাতের মধ্যেই পাল্টে গেল সিদ্ধান্ত, নিজ মন্তব্য বদলে জানালেন দলের সাথেই থাকছেন তিনি। ফেসবুক পোস্ট দিয়ে গেরুয়া শিবিরর নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ–সভাপতি প্রলয় পাল জানিয়েছিলেন, দল ছাড়ছেন।

একদিন যেতে না যেতেই প্রলয় জানিয়ে দিলেন, রাজনীতি ছাড়ছেন না। দলের সঙ্গেই থাকবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের রাজনীতির অন্যতম এক নাম প্রলয় পাল৷ বর্তমানে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ–সভাপতি হিসাবে দায়িত্ব সমলাচ্ছেন প্রলয়।

প্রলয় জানান, ‘‘দু’দিন আগে একটি পোস্ট করেছিলাম। যখন দুই শতাংশ ভোট ছিল, সেই সময় থেকে আমি বিজেপি করি। তবে হঠাৎ মনে হয়েছিল, চোখের সামনে এ ভাবে দলের ক্ষতি দেখার চেয়ে মৃত্যু শ্রেয়। তাই আবেগে ওই পোস্ট করে ফেলেছিলাম।’’ তবে প্রলয় নিজের এই বিষয়ে কিছু খোলসা করেননি। শুধু জানিয়েছেন তিনি দলের সঙ্গেই রয়েছেন।