কার্যত লকডাউন কাজে দিয়েছে সংক্রমণ রোধে

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী ছিল দৈনিক করোনা সংক্রমণ। আড়াই লক্ষের কাছাকাছি সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৫৯১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ছাড়িয়ে গেল। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বৃহস্পতিবারের তুলনায় বেড়ে ফের ৪ হাজারের ছাড়িয়েছে। চিন্তা বাড়াচ্ছে মৃত্যু। দেশে করোনা প্রাণ কেড়েছে ৪ হাজার ২০৯ জনের। কোভিডের জন্য দেশে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের কথায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক রাজ্য লকডাউন জারি করেছে। পাশাপাশি সমান তালে চলছে টিকাকরণও। আর এই দুইয়ের সুফল পাওয়া যাচ্ছে। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ১৯ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৫০৩ জন।

বিশেষজ্ঞদের কথায়, জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই কমবে সংক্রমণ। উল্লেখ্য, করোনা মহামারীতেই বিধ্বস্ত ভারত, এর উপর নতুন সংযোজন হল ব্ল্যাক ফাঙ্গাস। বৃহস্পতিবার ব্ল্যাক ফাঙ্গাস-কে মহামারী ঘোষণা করল কেন্দ্র। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ব্ল্যাক ফাঙ্গাস-কে ‘মহামারী অসুখ আইন’-এর তালিকায় ফেলে রাজ্যগুলিকে চিঠি দিলেন যুগ্ম স্বাস্থ্য সচিব লভ আগরওয়াল। মূলত করোনা রোগীদের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হতে দেখা যাচ্ছে এবং এটি বিরল ইনফেকশন বলেও তিনি জানিয়েছেন।