বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার রাজ্যের একাধিক জায়গায় লোডশেডিং। রোজই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।
কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, পশ্চিমবাংলায় যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় সেই হিসেবে কোনও ভাবেই বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কথা নয়। কিন্তু কিছু কাল যাবৎ এমনটাই হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রতিদিন পশ্চিমবঙ্গে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। সেই সঙ্গে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার তরফে ২৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয় থাকে। যা এ রাজ্যে চাহিদা মেটাতে সক্ষম। তা সত্ত্বেও সমস্যা থেকে যাচ্ছে। যদিও এর পাল্টা দিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, কেন্দ্রীয় সরকারের উচিত অন্যান্য রাজ্যের দিকে নজর দেওয়া।