মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোরাপথে আসামে পাচার হচ্ছে আলু

কোচবিহার:- মুখ্যমন্ত্রীর  নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আসাম বাংলা সীমান্ত দিয়ে চোরাপথে আসামে পাচার হচ্ছে আলু।বক্সিরহাটের আসাম গেটে আলুর গাড়ি আটকে দিলেও গতকাল রাতের অন্ধকারে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের সংকোশ নদীর পাড়ে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আলু।

নৌকা বোঝাই করে সেই আলু সোজা পাচার হয়ে যাচ্ছে অসমে।স্থানীয়দের অভিযোগ স্থানীয় ভিলেজ পুলিশের মদতেই চলছে আলু পাচার। বর্তমানে যেখানে পশ্চিমবঙ্গে শাকসবজির দাম আকাশ ছুঁয়েছে। হিমঘরে পর্যাপ্ত আলু থাকা সত্ত্বেও আলুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

সেই সময় অন্য রাজ্যে আলু রপ্তানি সম্পূর্ণ বন্ধ করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে অসাধু ব্যবসায়ীরা আলু পাচার করছে আসামে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।