জলপাইগুড়িতে ১০ দফা বিক্ষোভ মিছিল আলু চাষিদের

Estimated read time 1 min read

জলপাইগুড়ি:- আলু চাষিদের ওপর পুলিশি হয়রানি বন্ধ, ভিন রাজ্যে ফসল রপ্তানির নিষেধাজ্ঞা বাতিল সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ।মঙ্গলবার জলপাইগুড়ি আলু চাষি সংগঠণের পক্ষ থেকে উল্লেখিত দাবী আদায়ের লক্ষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের কাছে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়।পুলিশি বাধার মুখে পড়ে আলু চাষিরা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

এদিনের বিক্ষোভ সহ স্মারকলিপি প্রদান কর্মসূচি মূলত সম্প্রতি কয়েকটি সরকারী নির্দেশের বিরূদ্ধে, যার মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যে সরকারের জারী নিষেধাজ্ঞা অন্যতম।এছাড়াও এদিনের বিক্ষোভ মিছিল থেকে আলু চাষিদের ওপর পুলিশের হয়রানির বিরূদ্ধে স্লোগান দিতে শোনা যায় আলু চাষিদের।

এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলার আলু চাষি সংগঠণের পক্ষে প্রদীপ দত্ত ক্ষোভের সঙ্গে জানান, আলু চাষিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে রাজ্যে সরকারের পুলিশ, আমরা চাই ন্যায্য মূল্যে রাজ্যে সরকার সব আলু কিনে নিক, এক জায়গা থেকে অন্য রাজ্যে আলু রপ্তানি করার ওপর যে নিষেধাজ্ঞা রাজ্যে সরকার জারী করেছে সেটি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে।

You May Also Like

More From Author