আলিয়াকে নিয়ে পোস্ট ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিন বেকারের

ব্রিটিশ আকাদেমি ফিল্ম অ্যাওয়ার্ড এবং অস্কারের জন্য আলিয়া ভাটের নাম মনোনীত হওয়া উচিত।এমন দাবি করেছেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিন বেকার। তাঁর মতে সঞ্জয় লীলা বনসালির ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’র জন্য আলিয়া ভাটের এই পুরস্কার পাওয়া উচিত। ছবিটি গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। রবিন বেকারের এই পোস্টের পর অভিনেত্রী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।লন্ডনের অ্যাওয়ার্ড মরশুমের সময় সঞ্জয় লীলা বনসালি সেখানে তাঁর এই ছবির প্রচার করেছেন। ইংল্যান্ড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়ায় তিনি এই ছবির প্রচার চালান।

এই বিষয়ে ইনস্টাগ্রামে রবিন বেকার লেখেন, ‘আমি যদি বিএএফটিএ বা আকাদেমির সদস্য হতাম তাহলে অবশ্যই এই বছর আলিয়া ভাটকে ভোট দিতাম সেরা অভিনেত্রীর জন্য। সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি’ ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল। এই ছবিতে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন পরে যিনি পতিতালয়ের কর্ত্রী হয়ে বসেছিলেন। তিনি এরপর যৌনকর্মীদের হক, অধিকার, ইত্যাদি নিয়ে লড়াই করেন।

এই ছবিতে তিনি নিপুণভাবে চরিত্র হয়ে উঠেছিলেন।যদিও আকাদেমি বা বিএএফটিএর সদস্য নন, তবুও যাঁরা এই প্রতিষ্ঠানের সদস্য তাঁদের অনুরোধ করেছেন আলিয়াকে ভোট দেওয়ার জন্য।