রাজ্যের ছয়টি বিধানসভা আসনের পাশাপাশি আজ সিতাই বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। সকাল ৭টা থেকে সন্ধ্য্যে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। ইতিমধ্যেই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে মকপোল। এই বিধানসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ৩০০। স্পর্শকাতর বুথ ৮৬টি। সিতাই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩,০৫,৫৬৫ জন। পুরুষ ভোটার ১,৫৮,৪৭৪ জন ও মহিলা ভোটার ১,৪৭,০৯১ জন। মোট প্রার্থী ৭জন।এই উপনির্বাচন সম্পন্ন করতে মোতায়েন ১৮কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ পুলিশের সংখ্যা প্রায় ৯০০ জন। ইতিমধ্যেই একজন দৃষ্টিহীন ভোটারের ভোট দিয়ে দেবার চেষ্টার অভিযোগ উঠল অপর একজনের বিরুদ্ধে।
এই গুরুতর অভিযোগ করলেন সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। এই বিধানসভার অন্তর্গত কোণাচাত্রা গভর্মেন্ট প্রাইমারি স্কুলের ৬/ ২২নম্বর বুথ পরিদর্শন করতে এসে বিজেপি প্রার্থীর চোখে পড়ে বুথের অভ্যন্তরে একজন দৃষ্টিহীন ভোটার ভোট দিতে গেলে তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন। তিনি রীতিমতো তার ভোট দিয়ে দেবার চেষ্টা করছেন। এই ঘটনার প্রতিবাদ করেন বিজেপি প্রার্থী। তিনি প্রতিবাদ করার সাথে সাথেই এই ভোট গ্রহণ কেন্দ্র থেকে উধাও হয়ে যান অভিযুক্ত এই ব্যক্তি। পরবর্তীতে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি প্রার্থী দীপক কুমার রায়। বিজেপির প্রার্থীর অভিযোগ নির্দিষ্ট ফর্ম ফিলাপ না করেই অবৈধ উপায়ে দৃষ্টিহীন ভোটারের ভোট দিয়ে দেবার চেষ্টা করা হচ্ছিল। তার বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি।