দিনহাটার গীতালদহ গ্রাম পঞ্চায়েতের ভার বান্দা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে প্রেম কুমার বর্মনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ জওয়ানের শাস্তির দাবিতে আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। ঘেরাও কর্মসূচির আগে জোরদার প্রস্তুতি চলছে ভেটাগুড়ি বাজারে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভেটাগুড়ি বাজারে অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছে মঞ্চ। রাস্তার ধারে তৃণমূল কর্মীদের বসার জন্য তৈরি করা হচ্ছে ছাউনি। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে মঞ্চ তৈরি করা হচ্ছে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে। আর এই মঞ্চ তৈরি করা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপির দাবি স্বরাষ্ট্র দপ্তরের প্রতি মন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে তৃণমূল কংগ্রেস নিজেই লেজে গবরে হয়ে গিয়েছে।কোনভাবেই স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের বাড়ি ঘেরাও কর্মসূচি করতে পারবে না তৃণমূল কংগ্রেস।আর এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাপের মধ্যে জেলা পুলিশ প্রশাসন।যদিও তৃণমূলের দাবি তারা তাদের কর্মসূচি পালন করবে শান্তিপূর্ণভাবে। আগামীকাল স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচির যে ডাক দেওয়া হয়েছে তা নিয়ে কোন প্রশ্ন নেই। ২৫ হাজার মানুষের জমায়েত করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে এলাকায় যাতে ভিড় না হয় তাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোটেশন ওয়াইজ তৃণমূল কর্মীরা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করবে।অপরদিকে আজ সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ভেটাগুড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ সহ পুলিশের বিশাল বাহিনী।