দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন ও জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত হলো শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি। বালুরঘাটের কাশীপুর ফুটবল ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১৫০ জন দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র এবং ৫০ জন শিশুদের মধ্যে শীতবস্ত্র ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডলসহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। শীতের কষ্ট কিছুটা লাঘব করার পাশাপাশি স্থানীয় শিশুদের শিক্ষার প্রতি উৎসাহিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পুলিশ প্রশাসনের মানবিক উদ্যোগ
প্রত্যেক বছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণের পাশাপাশি দুস্থ মানুষদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রায় ৪০০ জনের মধ্যে খিচুড়ি পরিবেশন করা হয়। এছাড়াও, উপস্থিত সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করা হয়। পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, “মানবিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এই কর্মসূচি নিয়েছি। এটি শুধু সাহায্য নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতিফলন।” স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।