পুলিশের অভিযানে উদ্ধার ১০টি সাইকেল ও একটি চুরি যাওয়া টোটো, গ্রেফতার তিন

শিলিগুড়ি:- গত সোমবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর এলাকা থেকে একটি সাইকেল চুরি হয়।এরপর  নিউ জলপাইগুড়ি থানায় সাইকেল চুরির লিখিত অভিযোগ জমা পরতেই তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।সোর্স মারফত নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন এনজেপি রেল হাসপাতাল মোড় থেকে বিভাস দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে।

তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে শিলিগুড়ি টিকিয়াপাড়া থেকে আরো ১০টি সাইকেল উদ্ধার করে পুলিশ।অন্যদিকে ৮ই সেপ্টেম্বর  শিলিগুড়ির ৩৩নম্বর ওয়ার্ডের গেটবাজার এলাকা থেকে একটি টোটো চুরি যায়।অভিযোগের ভিত্তিতে সেই ঘটনার তদন্তে নেমে গত সোমবার সৌরভ দে ও সুকুমার দাস নামে,দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া টোটো টি।জানাগেছে চুরি যাওয়া টোটোটি এনজেপি কাশ্মীর কলোণী এলাকায় বিক্রির উদ্যশ্য লুকিয়ে রেখেছিল দুস্কৃতিরা।মঙ্গলবার তিনজনকেই জলপাইগুড়ি জেলা আদালতে পাঠায় পুলিশ।