পুলিশ ৪৩টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে

Estimated read time 0 min read

বিভিন্ন সময় শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন প্রান্ত থেকে চুরি এবং ছিনতাই হওয়া ৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের খোঁজে তদন্ত করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাই এই উদ্যোগ নিয়ে আসছে বেশ কিছুদিন ধরে।

এতে খুশি শহরের আমজনতা। শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়া এলাকার রাস্তাঘাটে এবং অনেক সময় বাড়িতেও মোবাইল চুরি এবং ছিনতাই এর ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রেই মোবাইল চুরির এবং ছিনতাই এর ঘটনার তদন্ত করে মাটিগাড়া থানার পুলিশ। টার্গেট থাকে একটাই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশাপাশি মোবাইল উদ্ধার করা। ঠিক এমনই বিগত কয়েক মাসে বেশ কয়েকজন দুষ্কৃতিকে গ্রেফতার করে ৪৩ টি মোবাইল উদ্ধার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ।

আজ সেই মোবাইল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ পুলিশ কর্তা দেবাশীষ বোস। মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্যী এবং ওসি পিসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা ঐ চুরি এবং ছিনতাই হওয়া মোবাইল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া মোবাইলগুলি ফিরে পেয়ে খুশি মোবাইলের প্রকৃত মালিকেরা। তারা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

You May Also Like

More From Author