পিকআপে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক বানচাল করে ১২৯ কেজি গাঁজা সহ ২ পাচারকারীদের গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। গভীর রাতে আলিপুরদুয়ার নম্বর প্লেট পিকআপ গাড়ি দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ১২৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল। ঘটনায় কোচবিহারের আক্রারহাটের বিষ্ণু বর্মন ও অনুপম বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। ঘটনায় পিকআপটি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রায় ১০লক্ষ টাকা বলে জানা গিয়েছে।