ওয়াক ফর হেলথের অধীনে পুলিশ কর্মীদের ফিট রাখতে, একটি সাম্প্রতিক কর্মসূচির মাধ্যমে, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা প্রতিটি থানার আইসি ওসিকে সকালে কমপক্ষে 5 কিলোমিটার হাঁটতে নির্দেশ দিয়েছেন।
এরই মধ্যে বুধবার সকালে ভক্তি নগর থানার আইসি অমরেশ সিংয়ের নেতৃত্বে পুলিশ সকালে হাঁটতে বের হয়। এই সময় পুলিশ এলাকায় ৫ কিলোমিটার হেঁটে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ায়।
শিলিগুড়ির পানিটাঙ্কি ফাঁড়ি প্রধান নগর থানার তরফে, পুলিশকর্মীরাও মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন।