রাজবাড়ীর মেলার ভেতরেই মারপিট,মেলা বন্ধ করে দেয় পুলিশ

জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ীর মনসা পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয় রাজবাড়ী প্রাঙ্গণে। রবিবার বিকেলের পর মেলায় ধীরে ধীরে মানুষের ভীড় জমতে শুরু করে। এই মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,দার্জিলিং সহ শিলিগুড়ি থেকেও বহু মানুষ আসে।

রবিবার রাত গরতেই মেলায় মানুষের ভীড় উপচে পরে। মেলা খুব সুন্দর ভাবেই উপভোগ করছিলেন আট থেকে আশি প্রত্যেকেই।হঠাৎ ই কয়েকজন যুবকের মধ্যে মেলায় ব্যাপক গন্ডগোল বাধে বলে অভিযোগ।

মারপিটের আকার ধারন করলে ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও সাদা পোশাকের বিরাট পুলিশ বাহিনী ছুটে আসে। মেলা চত্বরে অভিযান চালিয়ে বেশ কয়েকজন যুবককে পাকরাও করে। অবশেষে পুলিশের নির্দেশে নাগর দোলনা বন্ধ করে মানুষজনদের নামিয়ে দিয়ে রাত ১২ টার নাগাদ মেলা বন্ধ করে দেয়।