বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের সমর্থনে রাস্তায় বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়

কোচবিহার:- বিজেপির ডাকা ১২ ঘন্টা বন্ধের সমর্থনে সকাল সকাল রাস্তায় নামে কোচবিহারের বিধায়ক নিখিল রঞ্জন দে এবং মালতি রাভা রায়।

কোচবিহার বাস স্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।সকাল থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস চলছে।

বেসরকারি বাস দু একটি চললেও বন্ধ রয়েছে বেশিরভাগ বেসরকারি বাস।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস আটকে দিলে দুই বিধায়ক কে আটক করে পুলিশ।