কোচবিহারে ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজন ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে ২৬০ গ্রাম ব্রাউন্ড সুগার , পুলিশ সূত্রে খবর মালদা থেকে ধৃত এক ব্যক্তি বাউন্ড সুগার কোচবিহারে হাতবদল করতে এসেছিলেন।তিনজন ব্যক্তির মধ্যে একজন মালদার বাসিন্দা।  বাকি দুজন কোচবিহারের বাসিন্দা যাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল নিষিদ্ধ দ্রব্য গুলি।   উদ্ধার হওয়া বাউন্ড সুগারের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। ভেতরের বিরুদ্ধে এনডিপিএস আইনে অভিযোগ দেয়ের হয়েছে। ধৃতদের সাথে আর কারা কারা জড়িত তদন্ত নেমেছে পুন্ডিবাড়ি পুলিশ।