মালদহ জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কুম্ভীরা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ২০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। এর মধ্যে ৫০০ টাকার নোট ১৯ লক্ষ টাকা এবং ২০০ টাকার নোট ১ লক্ষ টাকার।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পুলিশ খোসলাপাড়াতে পুলিশের হাতে ধৃত রুবেল সেখের বাড়ির কাছে তল্লাশি অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। উল্লেখ্য বৈষ্ণবনগর থানার খোসলাপাড়ার রুবেল সেখ ঐ এলাকার একজন কুখ্যাত অপরাধী।
পুলিশের হাতে সে ধরা পড়ার পরে তাঁকে জিঞ্জাসা বাদ করেই পুলিশ এই বিপুল পরিমাণ জাল টাকার হদিশ পেয়ে উদ্ধার করে।