নেপালি ভাষার আদি কবি ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা জানালো জলপাইগুড়িবাসী। ভানুভক্ত উদযাপন কমিটির পক্ষ থেকে বুধবার কবি ভানুভক্তের ২০৮ তম জন্মজয়ন্তী পালন করা হয়।এদিন জলপাইগুড়ি শহরের রেসকোর্সপাড়ার ভানুনগর এলাকায় কবির মূর্তি প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উদ্যোক্তারা।
কবি ভানুভক্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শহরের বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তাঁরা।
এরপর ভানুভক্তের জীবনের নানা কথা নিয়ে আলোচনা করেন উপস্থিত ব্যাক্তিরা। অনুষ্ঠানের পর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে র্যালিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালি সমাজের বিশিষ্টজনেরা।