মার্কিন মুলুকের উদ্দেশ্যে সফর শুরু করলেন নমো

মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মার্কিন মুলুক সফরের কথা আগেই জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই ঘোষণা মতো সফর শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই মোদী রওনা দিয়ে দিয়েছেন আমেরিকার উদ্দেশ্যে। বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেনের সঙ্গে। এটাই নমোর প্রথম মার্কিন সফর হতে চলছে। বাইডেনের সঙ্গে সাক্ষাতের জন্য শুধু মোদী যাচ্ছেন না মোদীর সঙ্গে আমেরিকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা-সহ বেশ কয়েকজন। সঙ্গে রয়েছে একাধিক কর্মসূচী। তবে যাওয়ার আগে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদী। বাইডেনের সঙ্গে এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম ব্যক্তিগত সাক্ষাৎ।

আমেরিকা রওনা হওয়ার আগে মোদী ট্যুইট করে লিখেছেন, “জো বাইডেনের আমন্ত্রণে আমি আমেরিকা সফরে যাচ্ছি। কিছু বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি। ভারত এবং আমেরিকার গাঁটবন্ধন আরও মজবুত করার চেষ্টা করব।” আরও লিখেছেন, “আমার এই সফর উপলক্ষে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও মজবুত হবে। তাছাড়া, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করাও আমাদের উদ্দেশ্য।”