অনুব্রতর অণ্ডকোষের সমস্যা নিয়ে গভীর চিন্তায় চিকিৎসকমহল

অণ্ডকোষ ছাড়াই কাটাতে হতে পারে বাকিটা জীবন! অনুব্রত মণ্ডলকে নিয়ে এমনই আশঙ্কা করছে চিকিৎসক মহল। হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রতর দু’টি অণ্ডকোষের অবস্থা খুবই খারাপ। সেটা নাকি ফুলেও গিয়েছে এবং সেখান থেকে রসও নির্গত হচ্ছে। এছাড়াও, আজ বুধবার সকালে কেষ্ট বাবুকে হাসপাতাল চত্বরে হাঁটানো হয়েছে। ছ’মিনিট মতো হাঁটার পর নাকি তিনি আর হাঁটতে পারছিলেন না। ক্লান্ত হয়ে বসে পড়েন তিনি। এই ছ’মিনিটে ৭০ মিটার মতো হেঁটেছেন তিনি। এরপরেই তৃণমূল নেতাকে অক্সিজেন দিতে হতে পারে বলেই খবর। তবে ইতিমধ্যে এক্স-রে, ইসিজি-সহ অনুব্রতর একাধিক রক্ত পরীক্ষা হয়েছে। জানা গিয়েছে, তাঁর হার্টে সামান্য ত্রুটি রয়েছে। লিভারের সমস্যার পাশাপাশি কোলেস্টেরলের ডায়াবেটিসও রয়েছে তৃণমূল নেতার ।এর জেরে সমস্যা হচ্ছে। যেকারনে সি-প্যাপ মেশিন দিতে হয়েছে অনুব্রতকে। তাঁর ওপর আবার ফিশচুলাও রয়েছে এই দাপুটে নেতার। তবে সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসরা সবচেয়ে বেশি চিন্তিত রয়েছেন অনুব্রত মণ্ডলের অণ্ডকোষের সমস্যা নিয়ে। প্রয়োজনে তা কেটে বাদ দেওয়া হতে পারে বলে খবর। কিন্তু এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে গত বুধবার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে যাওয়ার কথা ছিল অনুব্রতর। তবে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি। গতকাল, মঙ্গলবার রাত থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন। সেই কারণে এদিন এসএসকেএমে আসেন। ৮ সদস্যের মেডিক্যাল টিম প্রায় তিন ঘণ্টা ধরে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করে। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অনুব্রতর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। দাপুটে এই নেতাকে দেখতে হাসপাতালে ভিড় জমাচ্ছেন অনেকেই।