অবশেষে আশঙ্কাই সত্যি হল। মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠছে। পকেটে টান পড়েছে শহরবাসীর। দিন দিন কষ্টকর হয়ে উঠছে মধ্যবিত্তের রোজকার জীবন যাপন। পূর্বের আশঙ্কা অনুযায়ী এবার শেষ পর্যন্ত কলকাতাতেও পেট্রোলের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। আগের দিনের তুলনায় লিটার প্রতি 39 পয়সা বৃদ্ধি পেয়ে সেঞ্চুরি পেট্রলের। মহানগরীতে আজ পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০০ টাকা ২৩ পয়সায়। পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী ডিজালও, বুধবার দাম 92 টকা 50 পয়সা। এতদিন মুম্বই ও চেন্নাইয়ে শতকের ঘরে ব্যাট করছিল কালো সোনা৷ আজ দেশের চার মেট্রো শহরেই সেঞ্চুরির কোটা পূর্ণ করল৷ কলকাতার ইতিহাসে কার্যত প্রথমবারের জন্য 100 পেরোল পেট্রল।
এদিকে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও মহার্ঘ হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে বাড়ছে সবজি-সহ অন্যান্য জিনিসের দাম। সামান্য মাছ-ভাত জোটাতেও নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সব মিলিয়ে ফের একবার চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে।