বাড়তে পারে পেট্রোলের দাম

Estimated read time 1 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তার প্রভাব দ্রুতই পড়তে পারে ভারতের বাজারেও। আবার বৃদ্ধি পেতে পারে পেট্রোল ও ডিজেলের দাম।

আজ দেশের চারটি বড় মেট্রো শহরে জ্বালানির দাম কত জেনে নেওয়া যাক। আজ মুম্বাইতে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 104.21 টাকায়। সেখানে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 92.15 টাকায়। দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম 94.72 টাকা। রাজধানীতে আজ ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 87.62 টাকায়।Ads by শহর কলকাতায় আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 103.94 টাকায়।

আজ প্রতি লিটার ডিজেল কলকাতায় বিক্রি হচ্ছে 90.76 টাকায়। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম চেন্নাইতে যথাক্রমে 100.85 টাকা ও 92.43 টাকা। বলে রাখা ভালো প্রতিদিন সকাল ছটায় পরিবর্তিত হয় জ্বালানির দাম।

You May Also Like

More From Author