আবার সস্তা হল পেট্রোল

গত কয়েকদিন ধরেই লাগাতার বেড়ে চলছিল জ্বালানি তেলের দ্রব্যমূল্য। পেট্রোল-ডিজেলের দামে মধ্যবিত্তদের ভোগান্তির শিকার হতে হচ্ছিল। সকলের মনে একটাই প্রশ্ন কবে দাম কমতে চলেছে পেট্রোল-ডিজেলের? অবশেষে খুশির খবর। খুব তাড়াতাড়ি সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল। জানুন বিস্তারিত।

পেট্রোল-ডিজেল সস্তা হতে সাহায্য করবেন মুকেশ আম্বানি। তিনি রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল পেতে সাহায্য করবে বিভিন্ন সরকারি তেল কোম্পানিগুলিকে। ভারত সরকার এবং বেসরকারি তেল কোম্পানিগুলি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনতে যৌথভাবে কাজ করুক তিনি চায়। ফলে ভারত লাভবান হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল আমদানি করত। তবে অপরিশোধিত তেলের ওপর সাম্প্রতিক সময় ছাড় কমেছে। এখন ভারত প্রতি ব্যারেলে ৮ ডলার মত ছাড় পাচ্ছে। যুদ্ধের সময় রাশিয়া ভারতকে প্রতি ব্যারেলে ১০ ডলার ছাড়ও দিয়েছিল