লাগামছাড়া ঘোড়ার মত ছুটে অবশেষে ১১৫ টাকার গন্ডিতে এসে থমকে রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। ইতিমধ্যে রাজ্যে গত সতেরো দিনে ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। যার ঝক্কি পোয়াতে হয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। পাশাপাশি প্রভাব পড়েছে বাজার মূল্যের উপরেও। এই পরিস্থিতির ওপর নজর রেখে শনিবারও সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি। এদিন দিল্লি-মুম্বই-সহ চার মহানগরে এবং অন্যান্য শহরে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম। তবে ডিলার্সদের অনুমান অশোধিত তেলের দাম শীঘ্রই না কমলে ফের দাম বাড়তে শুরু হতে পারে পেট্রোল ও ডিজেলের। মূলত, বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১০৫ ডলারের আসপাশে রয়েছে। ফলে তেল সংস্থাগুলির উপরে ফের দাম বাড়ানোর চাপ রয়েছে বলে খবর। তবে পেট্রোল-ডিজেলের উপর শুল্ক কমানোর জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে পেট্রোলিয়াম মন্ত্রক।এই আলোচনা ইতিবাচক হলে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমবে।
উল্লেখ্য, গতবছর শেষের দিকে জ্বালানীর দাম আকাশ ছোঁয়া হওয়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছিল। তখন দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু ২০২২ সালে দাঁড়িয়ে নির্বাচন মিটতেই ফের দেশের জ্বালানীর দাম বেড়ে যায়। এও মনে করা হয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরে পড়েছে তাই ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হেঁটেছে কেন্দ্র।
একনজরে দেখে নেওয়া যাক চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল ১০৫.৪১ টাকা, ডিজেল ৯৬.৬৭ টাকা
মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা