এক ধাক্কায় অনেকটা কমতে পারে পেট্রল-ডিজেলের দাম! কী করছে মোদী সরকার?

গত কয়েক মাসে ক্রমাগত ঊর্ধ্বগামী ছিল পেট্রল (Petrol)-ডিজেল (Diesel)। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়। আগামিদিনে নাকি আরও কমবে জ্বালানীর দাম। ইতিমধ্যে প্রথমে জ্বালানীর উপর থেকে কর কমিয়েছে বিজেপিশাসিত রাজ্যগুলো। চাপে পড়ে এরপর কয়েকটি বিরোধীশাসিত রাজ্যও কর কমিয়েছে।    

গত ২ নভেম্বর থেকে এ রাজ্যে অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম। পশ্চিমবঙ্গ সরকার এখনও পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) উপর থেকে কর কমায়নি। কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০৪.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। আম জনতার জন্য তেলের দাম কমাতে সম্প্রতি বড় পদক্ষেপ নিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) সম্প্রতি ঘোষণা করেছেন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫ কোটি ব্যারেল তেল ছাড়া হবে।সম্ভবত এরপর বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। শীঘ্রই স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৫০ লক্ষ ব্যারেল ক্রুড তেল ছাড়তে চলেছে ভারতও। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গত সপ্তাহে দুবাইতে এই অনুষ্ঠানে জানিয়েছিলেন যে, তেলের দাম বাড়তে থাকায় এই প্রভাব বিশ্বের অর্থ ব্যবস্থাতে পড়ছে।