নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। গণতন্ত্রের উৎসবে হয়েছে দেদার ছাপ্পা, ভোট লুঠ থেকে শুরু ভোটকে কেন্দ্র করে প্রাণ গিয়েছে ৫০ জনের।
এই নিয়ে আদালতের তোপের মুখে পড়ছে রাজ্য, রাজ্য নির্বাচন কমিশন। শাসকদলের বিরুদ্ধে রাস্তায় বিরোধীরা। স্বচ্ছ ভোট হয়নি, এই দাবিতে সরব বিরোধীরা। এই আবহেই এবার গোটা পুরুলিয়া জেলাতেই পুনর্নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন।
জানা যাচ্ছে, ‘স্বচ্ছ ভোট হয়নি’, এই দাবি নিয়েই এবার গোটা পুরুলিয়া জেলাতে পুনর্নির্বাচন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্তভার দেওয়ার আবেদনও জানানো হয়েছে সাংসদের তরফে।