৭আপ-এয়ারটেল পার্টনারশিপে পেট বোতল রিচার্জ কুপন

উৎসবের মরসুমের কথা মাথায় রেখে ৭আপ পেপসিকো ইন্ডিয়া ও ভারতী এয়ারটেলের তাদের যৌথ পার্টনারশিপের মাধ্যমে  রিফ্রেশিং অফার সহ সম্পূর্ণ নতুন টিভিসি লঞ্চ করেছে।  এই অফারের মাধ্যমে গ্রাহকররা এয়ারটেল থ্যাংকস অ্যাপে ডিসকাউন্ট সহ প্রতিটি ৭আপ পেট বোতল কেনার সময় ১০ থেকে ২০ মূল্যের প্রিপেড রিচার্জ কুপন পাবেন।  টিভিসি—তে  কোঁকড়া চুলের মাসকট ফিডো ডিডো সাম্প্রতিক অফার ঘোষণা করেছে।  উল্লেখ্য এই অফারটি ৭ আপের ২৫০এমএল, ৫০০এমএল, ৬০০এমএল, ৭৫০এমএল, ১.২৫এল-র পেট বোতলে পাওয়া যাবে। 

ক্যাম্পেনেটিতে দেখানো হয়েছে, রেস্তোরায় বসে একটি ছেলে সময় কাটাচ্ছে এবং তার ফোনে একটি ফিডো ডিডো কভার রয়েছে। সে যখন এয়ারটেল থ্যাংকস অ্যাপে রিচার্জ করার চেষ্টা করে, তখন ফিডো কভার থেকে বেরিয়ে এসে লক বোতাম টেপে। লোকটি এইসব দেখে হতবাক হয়ে যায় এবং সে দেখতে পায় যে ফিডো ওয়েটারের সাথে রিফ্রেশিং ৭আপ বোতলটি ঘুরে দেখার জন্য ইশারা করছে৷  জুম করে ছেলেটি  বুঝতে পারে তার এয়ারটেল  রিচার্জে নতুন ডিসকাউন্ট অফার আছে।

পেপসিকো ইন্ডিয়ার ফ্লেভারস-এর সিনিয়র মার্কেটিং ডিরেক্টর নসিব পুরি বলেন, এয়ারটেলের সাথে পার্টনারশিপে রিফ্রেশিং অফারটি লঞ্চ করতে পেরে আমারা অত্যন্ত গর্বিত।