পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন, মন্তব্য বিচারপতির

পরেশ অধিকারীর পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তবে এটি কোন নির্দেশ নয় বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তদন্তে সহযোগিতা না করলে মন্ত্রী সহ বাকি আধিকারিকদের প্রয়োজনে গ্রেফতার করারও সবুজ সঙ্কেত দিয়ে রেখেছেন বিচারপতি অভিজিৎবন্দ্যোপাধ্যায়। এদিন এসএসসি-র যাবতীয় মামলায় সিবিআই তদন্তের যে নির্দেশ বিচারপতি দিয়েছিলেন, তা বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তার পরই পার্থ চট্টোপাধ্যায় সহ এসএসসি-র তৎকালীন নজরদারি কমিটির সদস্যদের সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর জন্য তিনি কেবল সুপারিশ করছেন মাত্র, এটি কোনও নির্দেশ নয়। কারণ এত বড় মাপের দুর্নীতি নাম জড়ানো কেউ মন্ত্রিসভায় থাকুক, তা ভাল দৃষ্টান্ত তৈরি করে না। অর্থাৎ স্বচ্ছ সমাজ ও মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য তৎকালীন শিক্ষামন্ত্রী এবং রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের থেকে তিনি এই পদক্ষেপ প্রত্যাশা করেন ও সেই সুপারিশ করছেন বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।