পেপসি লঞ্চ্ করল লিমিটেড-এডিশন ক্যান এবং কার্গিলের ‘শের শাহ্’ ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও অন্যান্য সাহসী জওয়ানদের জন্য এক বীরগাথা। ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে পেপসি’র এই উদ্যোগ। আগস্ট মাসে ভারতের স্বাধীনতার ৭৪তম বর্ষে এই লিমিটেড-এডিশন ক্যান পাওয়া যাবে নির্বাচিত ই-কমার্স চ্যানেলগুলি থেকে।
পেপসি’র নতুন লিমিটেড-এডিশন ক্যানগুলিতে তুলে ধরা হয়েছে তাদের আইকনিক স্লোগান ‘ইয়ে দিল মাঙ্গে মোর’, যে স্লোগানকে অমর করে দিয়েছেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। পেপসি’র শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে ক্যাপ্টেন বাত্রা ও তাঁর সহকর্মীদের শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে, যারা পেপসি ব্র্যান্ডের ট্যাগলাইনকে ভারতের ইতিহাসে স্থায়ী করে দিয়েছেন। লিমিটেড-এডিশন ক্যানগুলিতে রাখা হয়েছে একটি কিউআর কোড, যার মাধ্যমে ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতি পেপসি’র শ্রদ্ধাপ্রকাশ প্রত্যক্ষ করা যাবে। এই বীরগাথা বর্ণনা করেছেন ক্যাপ্টেন বাত্রার যমজভাই বিশাল বাত্রা।