রাজ্য সড়কের আর্থিক বরাদ্দ বাড়াতে আশাবাদী জনগন থেকে পঞ্চায়েত

বাজেটে বেড়েছে, বরাদ্দ ঘোষণা হয়েছে রাস্তাশ্রীর, ভোটের আগেই আসায় বুক বাঁধছে গ্রামীণ এলাকায় জনগন থেকে পঞ্চায়েত। বুধবার বিধানসভায় পেশ হয়েছে ২৩- ২৪ অর্থ বর্ষের বাজেট, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি গ্রামীণ এলাকা সহ রাজ্য সড়কের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ। এদিকে বহু সময় ধরে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রামের পথ ঘাটের বেহাল দশায় বিশেষ করে বর্ষার সময় ল্যেজে গোবরে অবস্থা হয় পথচলতি সাধারণ মানুষের। তবে এবারের বাজেটে রাস্তাশ্রীর মতো উৎসাহ বাঞ্জক প্রকল্প ঘোষণা এবং রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য অধীক অর্থ বরাদ্দ হওয়ায় খুশি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর।
বাজেট প্রসঙ্গে তিনি জানান, পঞ্চায়েত ভোটের আগেই গ্রামের বহু রাস্তার কাজ করতে পারবো আশা করছি।