বনদপ্তর এর অভিযানে উদ্ধার হরিণের চামরা সহ পেঙ্গুইনের আশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে জলপাইগুড়ির ওদলাবাড়ি বাইপাস রোডে বৈকুন্ঠপুর বনদপ্তরের শালুগাড়া রেঞ্জের আধিকারিকরা অভিযান চালিয়ে উদ্ধার করলো প্রায় ২ কিলো ১০০ গ্রাম পেঙ্গুইনের আশ তারও সাথে উদ্ধার হয় একটি হরিণের চামড়া।

 সুত্রের খবর, বনদপ্তরের প্রাথমিক অনুমান আসাম থেকে নেপাল হয়ে  চীনে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীদের। তবে পুরো ঘটনার তদন্তে নেমেছে দপ্তর।  ঘটনায় পাচারকারী এক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়।  জানা যায় ধৃত ব্যক্তি বিষ্ণু জৈন, আসামে তেজপুরের বাসিন্দা।  ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা যায়।