কলকাতা বইমেলার ডিজিটাল পেমেন্ট অ্যাসোসিয়েট Paytm

ভারতের শীর্ষস্থানীয় মোবাইল পেমেন্ট এবং আর্থিক পরিষেবা সংস্থা তথা Paytm ব্র্যান্ডের মালিক One97 Communications Limited কলকাতা বইমেলায় পেমেন্টের সময় ১০০ টাকা  পর্যন্ত ক্যাশব্যাক অফার করছে৷ শুধু তাইনয় বইমেলা প্রাঙ্গন জুড়ে Paytm তার একাধিক ব্র্যান্ডিং স্থাপন করেছে।

উল্লেখ্য, ৩০ জানুয়ারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বইমেলার উদ্বোধন করেন। প্রতিদিন প্রায় এক লক্ষ লোক এই বইমেলায় আসেন। বলাবাহুল্য, Paytm হল এই বইমেলার ডিজিটাল পেমেন্ট অ্যাসোসিয়েট। কলকাতা বইমেলায় Paytm-এর মাধ্যমে পে করার সময় ক্রেতারা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন। 

ফ্রাঙ্কফুর্ট বইমেলার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা হল এই কলকাতা বইমেলা। কলকাতার জাতীয় গ্রন্থাগারের প্রতিরূপে এই বইমেলার গেট তৈরি করেছে Paytm। যা ১৮ শতকের একটি  আইকনিক কাঠামো এবং দেশের বৃহত্তম গ্রন্থাগার। যেখানে ২.২ মিলিয়নেরও বেশি বই আছে।