অভিযোগের পরেই বদলি করা হলো পাভলভের সুপারকে

বারবার অভিযোগের আঙুল উঠেছে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে। রাজ্যের অন্যতম মানসিক হাসপাতালে নিম্নতম পরিষেবার অভিযোগ। বারংবার এই অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পাভলভ মানসিক হাসপাতালে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রীতিমতো বন্দি বানিয়ে রাখা হচ্ছে। খবর সামনে আসতেই বিতর্ক শুরু হয়। হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করা হয়েছিল। তবে তাঁর উত্তরে খুব একটা সন্তুষ্ট হয়নি রাজ্য স্বাস্থ্য দফতর। অনুমান করা হচ্ছিল তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। ঠিক সেটাই হল। পাভলভ হাসপাতালের সুপারকে বদল করা হল। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে কোচবিহারে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাভলভ মানসিক হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে পাঠানো হয়েছে কোচবিহারের জেডি যক্ষ্মা হাসপাতালে। পাভলভে তাঁর জায়গায় এসেছেন চিকিৎসক মৃগাঙ্ক মৌলী কর। বর্তমানে তিনি হাওড়া ডিএমসিএইচও-তে কর্মরত। পাভলভের পরিস্থিতি নিয়ে কিছুদিন আগেই স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে হাসপাতালের সুপার গণেশ প্রসাদ রিপোর্ট জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর উত্তরে খুব একটা সন্তুষ্ট হয়নি তারা। সেই রিপোর্ট দেখার পরেই তাঁকে বদলের সিদ্ধান্ত নিয়ে নিল স্বাস্থ্য দফতর।

আসলে জানা গিয়েছিল, হাসপাতালে দুটি মাত্র ঘরে ১৩ জন রোগীকে রাখা হয়েছে! সেই দুটি ঘরের অবস্থা একদমই ভালো নয়, স্যাঁতস্যাঁতে, অন্ধকারাচ্ছন্ন। একই সঙ্গে তাদের যে খাবার দেওয়া হচ্ছে তার মানও অত্যন্ত খারাপ বলেই শোনা গিয়েছে। এমনকি রোগীদের কোনও ডায়েট চার্ট নেই। এদিকে হাসপাতালের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরিকাঠামোর উন্নতি করে হাসপাতাল নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে বৈঠকের পরে তিনি জানিয়েছেন।