নির্ধারিত সময়েই শুরু হয়ে শেষ হবে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগামী ১৩ নভেম্বর বাংলার ৬ উপনির্বাচনকে ঘিরেই এই মুহূর্তে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। নির্বাচনের মুখেই এবার কংগ্রেসের হাত ছেড়ে বামফ্রন্ট জামানার এক মন্ত্রী যোগ দিলেন জোড়া ফুল তৃণমূল কংগ্রেসে।
সিপিএম-এ থাকাকালীন এই আব্দুস সাত্তার ছিলেন বামফ্রন্ট সরকারের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী। আর তৃণমূলে যোগ দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর সংক্রান্ত মুখ্য উপদেষ্টার পদে যোগ দিয়েছেন তিনি।
কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসার পরেই এদিন কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে তিনি ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। দীঘদিনের রাজনৈতিক জীবনে একাধিক চড়াই উত্তরাই-এর সাক্ষী থেকেছেন পোড়খাওয়া এই প্রবীণ রাজনীতিক।