শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এই পরিস্থিতিতে এবার নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷
আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শারীরিক অসুস্থতার কথা বলে এবারেও জামিন পাননি তিনি। অবশেষে যেতে হয়েছে সিবিআই হেফাজতেই। সেখানে কেমন হল তাঁর প্রথম রাতের অভিজ্ঞতা? সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রথম রাতেই ওষুধের অনিয়ম হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
এই নিয়ে তিনি তাঁর আইনজীবীকে জানিয়েছেন এবং সে সিবিআইকেও নাকি এই তথ্য দিয়েছে। এছাড়াও খবর, রাতে অনেকবার ঘুমও ভেঙেছে পার্থ চট্টোপাধ্যায়ের। আসলে সিবিআই এখনও ঠাওর করে উঠতে পারেনি যে তাঁকে কখন কোন ওষুধ দিতে হবে। সেই কারণেই মূল সমস্যা হচ্ছে বলে অনুমান। তাই বলাই যায়, সিবিআই হেফাজতের প্রথম রাত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একেবারেই ভালো নয়।
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দিতে গিয়েছিলেন আলিপুর আদালতে। নির্দেশ এসেছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন পার্থ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ সিবিআই ইতিমধ্যেই দাবি করেছে, দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ পার্থ চট্টোপাধ্যায়ই।