বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি।
তারপর একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। এবার সমগ্র বিচার প্রক্রিয়ার ওপর আঙ্গুল তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘বিনা বিচারে একবছর হয়ে গেল। আমাকে এক বছর ধরে জোর করে আটকে রেখেছে। কে কী বলল, তাতে আমার যায় আসে না।’
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিনের আলিপুর আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ঠিক আদালতে যাওয়ার আগেই বিস্ফোরক মন্তব্য পার্থ চট্টোপাধ্য়ায়ের। কেন কোনও বিচার হচ্ছেনা এই প্রশ্ন তুলে এবার মেজাজ হারালেন পার্থবাবু।