শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর পরই তড়িঘড়ি প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে৷
এদিন গাড়ি থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসা করা হয় শরীর কেমন? জবাবে পার্থ বললেন, ‘‘শরীর ভাল নেই।’’ এসএসকেএম-এ পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে৷
তাঁর চিকিৎসক এবং আইনজীবীরা জানিয়েছেন, স্বাভাবিক ভাবে হাঁটাচলা করতে পারছেন না প্রাক্তন মন্ত্রী৷ তাঁর ক্রিয়েটিনিন-এর মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে৷ পাশাপাশি অনেকখানি কমে গিয়েছে হিমোগ্লোবিনের মাত্রা৷
এই অবস্থায় চিকিৎসকরা তাঁকে বেশ কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন৷ এর পরেই তাঁকে সেন্ট্রাল ল্যাবরেটরির পিছন দিকে যে বিল্ডিং রয়েছে সেখানেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে৷
এদিন পার্থকে নিয়ে তিনটি গাড়ির কনভয় প্রেসিডেন্সি জেল থেকে বেরয়৷ দ্বিতীয় গাড়িতে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ পিছনে ছিল প্রিজন ভ্যান৷ শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেলের ‘পহেলা বাইশ’ ওয়ার্ডের ২ নম্বর সেল৷
সংশোধানাগারে যাওয়ার পর থেকেই তাঁর পায়ে ফোলা ভাব লক্ষ করা যায়৷ হাঁটাচলা কমে যাওয়ার জন্যই প্রাক্তন মন্ত্রীর পায়ে ফোলা ভাব দেখা যেতে পারে বলে সে সময় জানিয়েছিলেন চিকিৎসকরা। দিন কয়েক আগে প্রেসিডেন্সি সংশোধনাগারে পার্থকে দেখতে গিয়েছিল এসএসকেমের চিকিৎসকদের একটি দল।