মন্ত্রিত্ব ছাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়?

গত সপ্তাহে ২২ জুলাই সকাল থেকে জেরা। এর পর ২৩ তারিখ ভোরে ইডির হাতে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই থেকে উত্তাল রাজনীতি। আর এই আবহেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল যে, তাহলে কি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন পার্থ চট্টোপাধ্যায়? বুধবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তাঁকে পার্থদা মন্ত্রিত্ব ছাড়ছেন? জবাব দিলেন দুটি শব্দে। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন,“কারণ কী?” এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন।

এদিকে, টালিগঞ্জের পরে এবার পার্থঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে ও টাকার হদিশ! জানা গিয়েছে, টাকা গোনার জন্য আনা হচ্ছে ৫টি কাউন্টিং মেশিন। টাকা গোনার জন্য ৫ ব্যাংক কর্মী আনছে ইডি।