বড় বিপাকে পার্থ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিপদ বাড়লো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।

গত বছর জুলাই মাসে নিয়োগ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন পার্থ। তারপর থেকে প্রায় একবছর হতে চলল। তবে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সিবিআইয়ের মামলায় বিচার (প্রসিকিউশন) শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

তিনি শিল্পমন্ত্রী পদে থাকাকালীন তাকে গ্রেফতার করা হয়েছিল, তাই তার বিরুদ্ধে চার্জ গঠন এবং বিচার শুরুর জন্য রাজভবনের অনুমতির দরকার ছিল। ভারতীয় সংবিধানের ১৬৩ নং ধারা অনুসারে নিজের সংবিধানিক অধিকার বলে এই নির্দেশ দিলেন রাজ্যপাল। অর্থাৎ ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ট্রায়ালে রাজভবনের পূর্ণ সম্মতি।