গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পন্থ

আচমকাই বড় দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের খেলোয়াড় ঋষব পন্থ। দিল্লি-দেহরাদুন হাইওয়েতে তাঁর গাড়ি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। নিজেই গাড়ি চালাচ্ছিলেন ঋষব বলে জানা গিয়েছে। কোনওক্রমে জানলার কাঁচ ভেঙে তিনি বেরিয়ে আসেন, তাতেই প্রাণ রক্ষা হয়। কিন্তু আপাতত গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন।

ভোরের কুয়াশার জন্য সিসিটিভি ক্যামেরার ছবি খুব পরিষ্কার নয়। তবে ভিডিও দেখে বোঝা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারের গাড়িটি দ্রুত গতিতে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে থেমে যায়। এটাও বোঝা গিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। গুরুতর আহত অবস্থায় কোনও ভাবে গাড়ি থেকে বেরিয়ে আসেন ঋষব। তাঁর মাথায়, পিঠে চোট লেগেছে, পিঠের অনেকটা অংশ পুড়ে গিয়েছে বলেও খবর।

জানা গিয়েছে, দিল্লি থেকে রুরকির বাড়িতে ফিরছিলেন পন্থ। মা এবং পরিবারের অন্যদের সঙ্গে ইংরেজি নববর্ষ কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। পরিবারকে সারপ্রাইজ দিতেই একাই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু মাঝপথে পন্থ ঘুমিয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন পুলিশকে। সেই জন্য গাড়ির নিয়ন্ত্রণ হারান তিনি।