বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক বক্সিরহাটে

বাঘের পায়ের ছাপ ঘিরে আতঙ্ক।মঙ্গলবার বক্সিরহাট থানার অন্তর্গত সূর্যসংঘ মোড় এলাকার ঘটনা। এদিন,বক্সিরহাট- শালডাঙ্গা রাজ্য সড়ক ধরে চলার সময়  চিতাবাঘ দেখতে পাওয়ার দাবি এক ব্যাংকের কর্মীর এবং স্থানীয় বাসিন্দাদের।

ঘটনার খবর পেয়ে পায়ের ছাপের নমুনা সংগ্রহ করে আটিয়া মোচড় বনদপ্তরের কর্মীরা। পায়ের ছাপ দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ।

ওই ব্যাঙ্ক কর্মীর দাবি যখন সে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল সেই সময় চিতাবাঘটি রাস্তা পার হয়।জাতিসংঘের স্থানীয়রাও দাবি করেন গতকাল রাতে বাঘের আওয়াজ পেয়েছে অনেকেই।